তেঁতুলিয়ায় দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাঁশ কাটা নিয়ে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আনোয়ারা বেগম ওরফে আসারী (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত আনোয়ারা একই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে থাকা একটি বাঁশ বাগানের বাঁশ কাটা নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয় আনোয়ারা বেগমের দুই ছেলে আমিনার রহমান (২৬) ও ইউসুফের (৩৫) মাঝে। এর মাঝে দুই ভাইয়ের হাতাহাতি শুরু হলে চিৎকার শুনে এগিয়ে আসেন মা আনোয়ারা। ঝগড়ার মাঝে হুচট খেয়ে বৃদ্ধা আনোয়ারা মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা আনোয়ারা বেগমের মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী স্ট্রকে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের প্রাথমিক সুরতাহল করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি। তার পরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।