তেঁতুলিয়ায় অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন


মো : রবিউল ইসলাম তেঁতুলিয়া থেকে; আজ অমর একুশে ফেব্রুয়ারি একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির জীবনে অবিস্মরণীয় ও চিরভাস্বর দিন আজ।রাত ১২ টা এক মিনিটে তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিনটি শুরু হয়।পুষ্প অর্পন করেন উপজেলা প্রশাসন তেঁতুলিয়া, তেঁতুলিয়া মডেল থানা, তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ, তেঁতুলিয়া উপজেলা বিএনপি , তেঁতুলিয়া উপজেলা যুবলীগ, তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগ, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও সর্বস্তরের মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা জানান।তারপর সকলে পুষ্প অর্পন করেন তেঁতুলিয়া উপজেলা ডিগ্রী কলেজের নব নির্মিত শহীদ মিনারে।সকাল ৯:৩০ মিনিটে শুরু হয় র্যালি। তেঁতুলিয়া উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিন করে তেঁতুল তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত র্যালি আলোচনা সভা ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সানিউল ফেরদৌস, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল করিম শাহিন, তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সুলতানা রাজিয়া,তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব কাজী মাহামুদুর রহমান ডাবলু,তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জনাব ইয়াসিন আলী মন্ডল,তেঁতুলিয়া মডেল থানা ইনচার্জ জনাব জহুরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার জনাব মো.আজমল হোসেন,তেঁতুলিয়া ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি জনাব সুলতান মামুন , কলেজ শাখার সাধারণ সম্পাদক জনাব রাজিউল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস তেঁতুলিয়া ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি জনাব সুলতান মামুন , কলেজ শাখার সাধারণ সম্পাদক জনাব রাজিউল ইসলাম,তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের তোহিদ হাসান তুহিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী সমূহ।র্যালি শেষে শুরু হয়েছে তেঁতুলিয়া উপজেলা চত্তরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা।