তেঁতুলিয়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


মো রবিউল ইসলাম তেঁতুলিয়া থেকে :আজ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ রোজ সোমবার তেঁতুলিয়া উপজেলার রনচন্ডী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস পঞ্চগড়ের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নের ভাবনা বিষয়ে জন সচেতনতা এবং উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ব্রিফিং এর আয়োজন করে জেলা তথ্য অফিস, পঞ্চগড় • উক্ত প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা তথ্য অফিসার জনাব মো : আলমগীর কবির রণচন্ডী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিউল রহমান, সাংবাদিক বৃন্দ ও শিক্ষক বৃন্দ। উক্ত প্রেস ব্রিফিং এর মাধ্যমে পঞ্চগড় জেলা তথ্য অফিসার জনাব জনাব মো :আলমগীর কবির বলেন সরকারের উন্নয়ন মুলক কাজের অংশ সকলের কাছে তুলে ধরার মূল লক্ষ হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের। সরকার চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য ও চাষ ক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে । আরো বলেন আমরা উন্নয়নের পাশাপাশি বাল্য বিবাহ ও যোতুক প্রথার উপর সকলকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করেন।