তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিজিবির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবু তাহের আনসারী পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার জিয়ানগড় সীমান্ত এলাকায় জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিজিবি-১৮ ব্যাটলিয়ন এর অধীন তেঁতুলিয়া কোম্পানী পর্যায়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন সীমান্ত এলাকা দিয়ে পুশইন, মাদক ও চোরাচালান হয়ে থাকে । এসব থেকে আমাদের সীমান্তবর্তী এলাকার লোকজনকে সচেতন হতে হবে। সেই সাথে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে আরো তৎপর হতে হবে। জীবন ধ্বংশকারী মাদক ব্যবসায়ীদের নিকট থেকে সরে দাড়াতে হবে এবং চোরা কারবারির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
গতকাল দুপুরে বিজিবি-১৮ ব্যাটলিয়ন এর অধীন তেঁতুলিয়া কোম্পানী সদরের আয়োজনে কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন সুলতানা রাজিয়া লিপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস আলী, আব্দুল হাকিম,নূর ইসলাম ।