তেঁতুলিয়ায় ১০০০ মিটার রাস্তার শুভ উদ্বোধন


মো রবিউল ইসলাম,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : আজ ২২ ফেব্রুয়ারি২০১৮ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর কবরস্থান হতে ভেলুপাড়া মসজিদ হয়ে ফকিরপাড়া পর্যন্ত (৫০০ মিটার) এবং মাঝিপাড়া শালবাহান রোড় হতে পেদিয়াগছ পযর্ন্ত (৫০০ মিটার) ইটের সোলিং দ্বারা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল হক প্রধান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস,তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু,তেঁতুলিয়া মডেল থানা ইনচার্জ জহুরুল ইসলাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।