তেঁতুলিয়া ১০১ পিস ভারতীয় ইনেজেকশন সহ ১ জন আটক


পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায় ১০১পিস ভারতীয় ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন সহ সাইফূল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া থানার এসআই তপন কুমার রায়, মানিক চন্দ্র, এএসআই আবু তালহা সহ পুলিশের একটি দল উপজেলা তেঁতুলিয়া সদর ইউনিয়নের রনচন্ডি এলাকায় সাইফুল ইসলামের বাড়ীতে তল্লাশী চালিয়ে ১০১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন তাকে হাতেনাতে গ্রেফতার করে। সাইফুল ইসলাম রনচন্ডি গ্রামের মোহাম্মদ হোসেন এর পুত্র।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী ইনজেকশন সহ আসামীর ধৃতের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তেঁতুলিয়া মডেল থানায় যোগদানের পর থেকেই মাদক র্নিমুলে অভিযান অব্যহত রেখেছেন ওসি আবু সাঈদ চৌধুরী।