তেরখাদায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত : আহত ৪


এস এম মাহবুবুর রহমান, খুলনা : খুলনার তেরখাদা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গোলাম মওলা (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আটালিয়া গ্রামের খামার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত গোলাম মওলা তেরখাদা সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সংঘর্ষে আহতরা হলেন, গোলাম মওলার দলের সমর্থক লিপি বেগম (৪৫), সোহেল শেখ (২৫), সাবিনা ইয়াসমিন (৪০) ও গোলাম মওলার মেঝ ছেলে খালিদ শেখ (২৫)। তবে আহতদের মধ্যে সোহেল শেখকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছিলো। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আটালিয়া গ্রামের খামার বিল এলাকায় উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম ঝিলু মুন্সী ও গোলাম মওলার মধ্যে বাকবিতন্ডা হয়। পরে তাদের সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ইউপি সদস্য গোলাম মওলা মারাত্বকভাবে জখম হয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত গোলাম মওলার মেঝ ছেলে খালিদ শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে কৃষকলীগ নেতা ঝিলু মিয়া মুন্সী ও আমার বাবার মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে ঝিলু মিয়া মুন্সী রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে তার লোকজনসহ আমার বাবাকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ওহিদুজ্জামান জানান গোলাম মওলা ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তরিকুল ইসলাম ঝিলু মুন্সী এক সময় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন। এখন নিস্ক্রিয় রয়েছেন।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান জানান, আওয়ামী লীগের দু’টি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটা সংঘাতে গোলাম মওলা শেখ নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হযনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিলো।