দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ না করার শর্তে ক্ষমা পেলেন ষোলটাকা ইউপি চেয়ারম্যান পাশা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও ষোলটাকা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পাশা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ না করার শর্তে আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্তে ক্ষমা পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত পত্রে আলোকে ক্ষমা প্রদর্শনের বিষয়টি নিশ্চিত ভাবে জানা গেছে।
বিগত ইউনিয়ন নির্বাচনে তিনি দলীয় সমর্থিত প্রার্থীকে সমর্থন না দিয়ে নিজে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে বিজয়ী হন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবর্গের আবেদনের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল।
এনিয়ে গত ডিসেম্বর’২২ মাসে আওয়ামীলীগের দলীয় বেঠক অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন পাশা তার দোষ ম্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বৈঠকে আলোচনা শেষে এবারের মত দলীয় শৃঙ্খলা বিরোধী ও সাংগঠনিক কার্যক্রমে বিরোধীতা করবে বলে ক্ষমা চাইলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়।