ঢাকা, শনিবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দারুন জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

দারুন জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড । নিউজিল্যান্ডের বিরুদ্ধে সল্প রানে করেও দারুন জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল৷

ওয়েলিংটনে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড৷ শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা ইংল্যান্ড ৫০ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায়৷ ইংলশ অধিনায়ক ইয়ন মর্গ্যান ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন৷ দ্বিতীয় সব্বোর্চ বেন স্টোকস করেন ৩৯ রান৷ জোস বাটলার ২৯, মঈন আলি ২৩, জো রুট ২০, জনি বেয়ারস্টো ১৯, ক্রিস ওকস ১৬ ও জেসন রয় ১৫ রানের যোগদান রাখেন৷

ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৫৩ রানে ৩টি উইকেট নেন ইস সোধি৷ ৪৭ রানে ২টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট৷ একটি করে উইকেট নিয়েছেন সাউদি ও গ্র্যান্ডহোম৷

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো হলেও মিডল অডারে ধস নামিয়ে বেশিদুর যেতে দেননি ইংলিশ বোলার মইন আলী, ওবস ও রশিদ। তীরে এসে তরি ডোবে কিউয়িদের গাপটিল তাড়াতাড়ি ফিরলেও দ্বিতীয় উইকেটের জুটিতে ৬৮ রান যোগ করার পর ফিরতে হয় মুনরোকে৷ তিনি আউট হন ৪৯ রান করে৷

উইলিয়ামসন এক প্রান্ত আঁকড়ে দুরন্ত শতরান করলেও মিচেল স্যান্টনার ছাড়া আর কেউই দলনায়ককে সঙ্গ দিতে পারেননি৷ স্যান্টনার ৪১ রান করে রানআউট হন৷ উইলিয়ামসন অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১২ রানে৷ বাকিরা কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ ফলে নির্ধারিত ৫০ ওভারে কিউয়িদের আটকে যেতে হয় ৮ উইকেটে ২৩০ রানে৷ দল জিততে না পারায় ব্যর্থ হয় উইলিয়ামসনের অনবদ্য লড়াই৷

শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল৷ নিউজিল্যান্ড ১০ রানের বেশি তুলতে পারেনি৷ ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড৷ মঈন আলি ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন৷ দু’টি করে উইকেট পেয়েছন ওকস ও রশিদ৷

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |