ঢাকা, মঙ্গলবার, ৩রা অক্টোবর ২০২৩ ইং | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা নির্বাহী অফিসার সার্বিক প্রচেষ্টায় উপজেলা পরিষদের অবকাঠামো উন্নয়ন সহ চেহারা পাল্টে গেছে

চিরিরবন্দর-থেকে ফজলুর রহমান: মাত্র কয়েক মাসের ব্যবধানের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের চেহারা পাল্টাতে শুরু করেছে। সকল অনিয়ম দুর করে পরিষদকে ঢেলে সাজিয়েছেন বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী। অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক কর্মকান্ডে ফিরে এসেছে সচ্ছলতা ও গতিশীলতা। জনসেবার মান ও বেড়েছে। প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। জনপ্রতিনিধিদের কর্মকান্ডে বেড়েছে স্বচ্ছতা,গতিশীলতা ও জবাবদিহিতা। দীর্ঘদিনের এই অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী। তার সততা ও নিষ্টার কারণে উপজেলা পরিষদে আজ প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয় এলাকাবাসী ও কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে,দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জেলা শহরের নিকটবর্তী হওয়ায় এটা ছিল অবহেলিত উন্নয়ন থেকে বঞ্চিত। উপজেলা পরিষদ হওয়ার পর এখন পর্যন্ত তেমন কোনো উন্নয়ন হয়নি। উপজেলা পরিষদের কর্মকান্ড চলে আসছে গতানুগতিক ভাবে। এতদিন কর্মকর্তা-কর্মচারীদের কাজে ছিল না কোন কর্মচাঞ্চল্য। জনসেবার মান ছিল সর্বনিম্ন। এখানকার অফিসগুলো চলতো ওপেন ঘুষ-দুর্নীতি। বিরাজমান এই অনিয়মের আখড়া উচ্ছেদ করে উপজেলা পরিষদকে সু-শৃঙ্খল পরিবেশে ঢেলে সাজান বর্তমান ইউএনও। তিনি যোগদানের পর উপজেলা পরিষদের দুর্বল প্রশাসনকে একেবারেই চাঙ্গা করে তোলেন যেখানে এসে মানুষ হয়রানির বদলে দ্রুত কাজ সমাধান করতে পারছেন। ইউএনওর কঠোর তৎপরতার মুখে এখানকার অফিসগুলোতে যেমন জনসেবার মান বেড়েছে।

তেমনি তাদের নানা কর্মকান্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। উপজেলা পরিষদ এলাকায় আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটেছে চোখে পড়ার মত। উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ সংশ্লিষ্ট কর্মকর্তার উপর ভরসা না করে ইউএনও নিজেই তদারকি করেন। সরকারী বিধি-বিধান অনুযায়ী কোন কাজ সম্পন্ন না হলে বিল-প্রদান থেকে তিনি বিরত থাকেন। ইউএনওর তৎপরতায় জনপ্রতিনিধিদের কাজে স্বচ্ছতা ও গতিশীলতা সৃষ্টি হয়েছে। ফলে তার কঠোরতার মুখে অনেক জনপ্রতিনিধি তার প্রতি নাখোশ। অনুসন্ধানে জরিপে এসব তথ্য উদঘাটিত হয়। নিয়মিত মাসিক মিটিংয়ে তিনি কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং কারো কাজে গাফিলাতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রহণের হুশিঁয়ার উচ্চারন করেন। ফলে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরাও তার প্রতি ক্ষিপ্ত। এদিকে উপজেলা কৃষি, ত্রাণ, মৎস্য, পশু, শিক্ষা, সমবায়, সমাজসেবা, যুব উন্নয়ন, স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা, বিআর ডিবি, প্রকৌশলী ও নির্বাচন অফিস ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের কর্মের গতিশীলত, যা লক্ষ্যণীয়। অর্থাৎ উপজেলা পরিষদের কর্মকান্ড এখন এক মডেল পরিবেশে রুপ নিয়েছে। স্থানীয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বর্তমান ইউএনওর সকল কর্মকান্ডকে এক যুগান্তকারী সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। উপজেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও স্বচ্ছতা, শিক্ষারমান ও শিক্ষকদের কাজের গতিশীলতা বেড়েছে। স্কুল ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে ও কঠোর হুশিঁয়ার আরোপ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাম প্রকাশের অনিচ্ছুক একজন কর্মচারী জানান ইউএনও স্যার সরকারী আইনের বাইরে কোন কাজ করেন না। তার একান্তিক প্রচেষ্টায় আজ উপজেলা পরিষদ একটি মডেল উপজেলা রুপ নিয়েছে। তিনি সরকারী নীতিমালার আলোকে জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সকলের সহযোগিতা পেলে তাঁর দ্বারা আরো ভালো কিছু সম্ভব।

You must be Logged in to post comment.

ভ‚ঞাপুরে প্রতিশ্রæতি দেওয়ার একদিনপর মসজিদের রাস্তা মেরামত করল উপজেলা চেয়ারম্যান     |     আটোয়ারীতে ‘ সয়ন ’ হত্যার প্রতিবাদে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ     |     টাঙ্গাইলে চার মাদকসেবীর কারাদন্ড     |     ঠাকুরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ      |     মেহেরপুরে বিশ্ব বসতি দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     পঞ্চগড়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত, শিক্ষিকাকে অবরুদ্ধ প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার     |     ঝিনাইদহে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ     |     আটোয়ারীতে এক বীরমুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন     |     কমিটি করতে গিয়ে হামলার শিকার রেলমন্ত্রীর ছেলে     |     ফুলবাড়ীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  নতুন ভবন উদ্বোধন।     |