দিনাজপুরের চিরিরবন্দরে কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোনের উদ্বোধন


চিরিরবন্দর-থেকে ফজলুর রহমান: সারা দেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-এগ্রিকালচার সেবা সম্প্রসারণে ডিজিটাল প্লাটফর্ম ‘কৃষি বাতায়ন’(এগ্রিকালচার পোর্টাল) এবং ‘কৃষক বন্ধু ফোন সেবা’ উদ্বোধন করেছেন। বুধবার সরকারি বাসভবনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা উদ্বোধন করেন। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেজবাহুল করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আয়ুবর রহমান শাহ্,উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জরুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার মোঃ মর্তুজ-আল মামুন, উপজেলা সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলা পরিষদের সকল কমকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এলাকার কৃষকেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। কৃষি বাতায়ন একটি কেন্দ্রীয় সার্ভিস পোর্টাল। এই পোর্টাল থেকে সেবা দিতে অথবা প্রয়োজনীয় সেবা পেতে কিছু মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। কৃষক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের বিভিন্ন প্রয়োজন বিবেচনায় নিয়ে এই মোবাইল অ্যাপস তৈরি করা হয়। কোন কৃষক নিজ ফোন থেকে ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষি বাতায়নে কৃষি সংক্রান্ত যে কোন প্রশ্ন করতে পারবেন। কৃষক এবং কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মীদের নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পরামর্শ দিতে মোবাইল ফোন ভিত্তিক কৃষি সম্প্রসারণ সেবা কৃষক বন্ধু ফোন সেবা গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় এই সেবা গড়ে তোলে।