ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নবরূপী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর বর্ষবরণ অনুষ্ঠান-১৪২৫ উপলক্ষে নবরূপী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, কবিতা পাঠ ও আলোচনা সভা।

নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পদক প্রাপ্ত শ্রদ্ধেয় নাট্যজন কাজী বোরহান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হাবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর বর্ষবরণ অনুষ্ঠানের আহবায়ক রনজিৎ কুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর সঙ্গীত সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল। প্রধান অতিথি কাজী বোরহান বলেন, অসাম্প্রদায়ীক সোনার বাংলা গড়তে বর্ষবরণ অনুষ্ঠান বঙ্গালী সংস্কৃতিকর একটি ঐতিহ্য।

প্রধান বক্তা হাবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন বলেন, বাঙ্গালীর লোক সংস্কৃতি ধরে রাখতে বর্ষবরণ অনুষ্ঠান আমাদের সমাজে যথেষ্ট অবদান রাখবে। আমাদের জাতীয় উৎসব এবং বাঙ্গালীর ঐতিহ্যের উৎসব হলো নববর্ষ। তা আমাদের ধরে রাখতে হবে। বাঙ্গালীর দেশপ্রেম জাগ্রত করতে বাংলার উৎসবগুলোতে আমাদের প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, নবরূপী অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমাদের তরুন প্রজন্মদের সাংস্কৃতিক চর্চায় ধরে রাখতে হলে এ ধরনের উৎসবগুলো প্রতিনিয়ত করা দরকার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিউ ও চন্দন। আলোচনা সভা শেষে নবরূপীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |