ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মঞ্চ মাতালো নবরূপীর নাটক সলিউশন এক্স

মো: আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি: নাটক হোক অসাম্প্রদায়ীক বাঙালীর শাশ্বত শক্তি এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর নাট্য সমিতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু স্মরণে দ্বাবিংশ দিনাজপুর নাট্য উৎসবে মঞ্চ মাতালো দিনাজপুর নবরূপীর নাটক সলিউশন এক্স। দিনাজপুর নাট্য সমিতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু স্মরণে দ্বাবিংশ দিনাজপুর নাট্য উৎসবের ১৯তম দিনে  বুধবার  দিনাজপুর নবরূপীর পরিবেশনায় সলিউশন এক্স নাটক পরিবেশিত হয়। বাদল সরকারের রচনায় ও শামীম রাজার নির্দেশনায় নাটকটি পরিবেশন করে নবরূপীর নাট্যকর্মীরা। নাটকটি উপভোগ করতে দর্শকে কানায় কানায় পূর্ণ হয় নাট্য সমিতির মিলনায়তন। নাটক চলাকালীন কখনো সুনসান নিরবতা, কখনো হাসি পাল্লা হৈহুল্লাতে ভরে উঠে পূরো মিলনায়তন। আত্মভোলা এক বিজ্ঞানী আর তার দুই সঙ্গীর গবেষনা নিয়ে গড়ে উঠেছে “সলিউশন এক্স” নাটকের কাহিনী। মানুষের যৌবন ধরে রাখার ঔষধ আবিষ্কারের লক্ষ নিয়ে দিন-রাত গবেষনার পর সেটি উল্টো ফল বয়ে আনে, সেটি নিয়ে হাস্যরসাত্মক নানা ঘটনা দেখা যায় এ নাটকে। নাটকের অভিনয় শিল্পীরা হলেন, শামীম রেজা, রায়হান পারভেজ সিফাত, কোরাইশা আকতার স্মৃতি, আবু আহাদ পিয়াস, মনোয়ার পারভেজ সরকার, মোঃ আকবর আলী, আয়েশা মনি, প্রণব চন্দ্র শীল, শশাংঙ্ক সাহা বাবুন, সিফাত-ই-জাহান শিউ ও শিশুশিল্পী সৌহার্দ্য এবং নেপথ্যে ছিলেন আরো ১০ জন।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |