দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ৫ মার্চ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বিদায়ী অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়, বীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষাবিদ অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবু সামা মিঞা প্রমুখ।এছাড়াও জনপ্রতিনিধি চেয়ারম্যান,মেম্বার, কাউন্সিলরসহ উপজেলার সকল সরকারী/বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।একই দিনে ভিন্ন অনুষ্ঠানে উপজেলা পরিষদে দুই জন বুদ্ধি প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল এ সময় তিনি বলেন, একটা সময় ছিল যখন প্রতিবন্ধীদের বোঝা মনে করা হতো। আর কোন পরিবারে প্রতিবন্ধী শিশু থাকলে তাদের প্রকাশ্যে আনা হতো না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ সারাদেশে বিতরণ করায় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে শিক্ষিত ও অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে মানুষ বুঝতে পেরেছে প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়।