দিনাজপুর থেকে চলে যাচ্ছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, আসছেন জেলা প্রশাসক ড: আবু নাঈম মোহাম্মদ আব্দুছ ছবুর


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পালা বদলের নিয়মেই বর্তমান জেলা প্রশাসক মীর খায়রুল আলম বদলি হয়ে যাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ে। গত রোববার (২৫-০২-১৮) বিকেলে তার বদলির চিঠি এসে পৌছেছে । তাঁর কর্মস্থলে আসছেন, ফরিদপুর জেলা প্রশাসক কার্যলয়ের ডিডি এলজি ড: আবু নাঈম মোহাম্মদ আব্দুছ ছবুর। দিনাজপুরের চিরিরবন্দর-খানসামা দু’উপজেলা প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস)-এর প্রতিষ্ঠাতা ও নিবা’হী পরিচালক সাংবাদিক ফজলুর রহমানের পক্ষ থেকে মীর খায়রুল আলম স্যারকে নতুন কর্মস্থলের জন্য শুভ কামনা আর নতুন জেলা প্রশাসক স্যার ড: আবু নাঈম মোহাম্মদ আব্দুছ ছবুর কে জানাই প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।