ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ফুলবাড়ীতে হোটেল মালিকের পুত্রের রহস্যজনক মৃত্যু

মো: আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:ফুলবাড়ীতে বরকতিয়া হোটেল মালিকের পুত্র মো: মিলন (৩৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে নানা রকম গুনজন শুরু হয়েছে আসলে হত্যা না আত্মহত্যা । দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও বরকতিয়া হোটেলের সত্তাধিকারী মো: সাইফুল ইসলাম এর পুত্র মো: মিলন (৩৫) গত ১৪ এপ্রিল সন্ধায় ফুলবাড়ী উপজেলার দক্ষিন বাসুদেবপুর পুরাতন বন্দর গ্রামের আমজাদ হোসেনের পুত্র মো: আলীর বাড়ীতে রহস্যজনক ভাবে গভীর রাতে তার মৃত্যু হয়। গতকাল ১৫ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় ফুলবাড়ী স্বাস্থ্য কম্পেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক বলেন, ৯ ঘন্টা আগে তার মৃত্যু হয়। এদিকে তার পরিবার হাসপাতাল থেকে মো: মিলন এর লাশ বাসায় আনেন। তবে এলাকা বাসী বলছে, হত্যাটি রহস্যজনক মনে হচ্ছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুর রহমান জানান, ঘটনা শুনেছি, কিভাবে হত্যা হয়েছে, অভিযোগ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা। এব্যাপারে বকতিয়া হোটেলের মালিক মো: সাইফুল ইসলাম জানান, কিভাবে মারা গিয়েছে আমি তা বলতে পারব না। তবে আমার পুত্র হত্যার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |