ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা প্রথম দিন বহিষ্কার দুই অনুপস্থিত ১০৬৩

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষা প্রথম দিন সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার হরা হয়েছে। এছাড়া ১০৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দিনাজপুর শিক্ষাবোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, ২ এপ্রিল সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৯৯ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১০৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ওই দিনের পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় একজন ও গাইবান্ধা জেলায় একজন। এই পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ০৭ শতাংশ। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ১৮৯ জন, গাইবান্ধায় ১৭৯ জন, নীলফমারীতে ১১৮ জন, কুড়িগ্রামে ১১৮ জন, লালমনিরহাটে ৬৫ জন, দিনাজপুরে ২৩৫ জন, ঠাকুরগাঁওয়ে ১১৭ জন ও পঞ্চগড় জেলায় ৫২ জন রয়েছে।এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে দিনাজপুর শিক্ষাবোর্ডে”র চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, দিনাজপুরের জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুর সরকারী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় কোন ধরনের অনিয়ম হলে সাথে সাথে বোর্ডে”র পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।পরিদর্শনের সময় দিনাজপুর বোর্ডে”র পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান, উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল, দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আখতার উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডে”র অধীনে এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৪৫টি কলেজের ১ লাখ ১৮ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬১ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫৭ হাজার ১৩৮ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯০ হাজার ৫৫৬ জন, জিপিএ উন্নয়ন ৯৯৪ জন, অনিয়মিত ২৭ হাজার ৩৫৮ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৩৩ জন।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |