ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর-১ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুল ইসলাম

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আ’লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা শাখা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বস্তরের দলীয় নেতা-কর্মী ছাড়াও হাজারো মানুষের পছন্দের এই মানুষটি এবার এমপি মনোনয়ন চাইবেন জেনে দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে আনন্দও লক্ষ করা যাচ্ছে। ভোটাররা আশা করছেন, জনপ্রিয় প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম এবার নৌকার টিকিট পাবেন ও উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে তাকেই ভোট দিবেন। স্থানীয় আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীরা মনে করেন, মোঃ আমিনুল ইসলাম দিনাজপুর-১ আসনে একমাত্র নৌকার উপযুক্ত মাঝি। তাকেই নৌকার প্রার্থী হিসেবে দেখতে চায়। বাংলাদেশ আ’লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এই আসনে তাকে মনোনয়ন দিলে নিশ্চিতভাবে বিপুল ভোটে নির্বাচিত তো হবেনই পাশাপাশি দুই উপজেলার উন্নয়নে আরো এগিয়ে যাবে। জানা যায়, মোঃ আমিনুল ইসলাম ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৯৯১ সালে বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী হয়ে একবার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে দ্বিতীয় বারের মত এবং ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে তৃতীয় বারের মত আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এছাড়াও তিনি বাংলাদেশ আ’লীগের বীরগঞ্জ উপজেলা শাখায় ১৯৯১সাল থেকে ২০০৩ পর্যন্ত দীর্ঘ ১২বছর সভাপতি’র দায়িত্ব পালন করেন।করোনাকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ তিনি দুই উপজেলার গরীব-অসহায় ও সর্বস্তরের মানুষদের পাশে থাকেন সব সময়। মেধাবী ও গরীব শিক্ষার্থীদের সর্বত্র সহযোগিতা সহ ধর্মীয় উৎসবগুলোতে মানুষের পাশে সর্বদাই থাকেন তিনি। তার হাতের স্পর্শে বীরগঞ্জ উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বীরগঞ্জ উপজেলা পরিষদের চেযয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যেতে চাই। মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারলে নিজের ভালো লাগে। চেষ্টা করছি জনকল্যাণমূলক কাজের প্রসার ও অগ্রগতি অর্জন করার। যতটুকু পেরেছি তার জন্য মহান আল্লাহ্ তায়ালার রহমত ও উপজেলা-কাহারোল বাসীর দোয়ায় শুরু থেকে মানুষের সুখ দুঃখে পাশে থাকা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ১৯৯০ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই উপজেলায় ৪ টি কলেজ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি মাদ্ররাসা ও ৫০টির অধিক প্রাথমিক বিদ্যালয় তৈরী করছি। এছাড়াও যোগাযোগ, শিক্ষা, পরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও খেলাধুলায় বীরগঞ্জ উপজেলা ইতোমধ্যে যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। আইন-শৃঙ্খলার উন্নয়ন, গণতন্ত্রের চর্চার পাশাপাশি বীরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করার জন্য চেষ্টা করছি। শুরু থেকে নেতাকর্মীদের পাশেই ছিলাম এখনো আছি। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়। একটি গোষ্ঠি দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |