ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দীর্ঘ দিন ঝুলে থাকা ১৩৯ বন্দির বিচার নিষ্পত্তির নির্দেশ

দীর্ঘ দিন অর্থাৎ ৭ বছরেরও বেশি সময় ধরে দেশের ৮টি বিভাগে ৬৮টি কারাগারে বন্দি থাকা ১৩৯ জনের বিচার ৩১ অগাস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে ১৩৯ কারাবন্দির বিষয়টি নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ এসময় আদালতে উপস্থিত ছিলেন।বিচারের দীর্ঘসূত্রতা বা বিলম্ব বিচারে সাত বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর চিঠি দেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠায়। সে তালিকা থেকে যাচাই-বাছায়ের পর রোববার ১৩৯ কারাবন্দির বন্দিদশা নজরে আনে লিগ্যাল এইড।পরে দেবুল দে সাংবাদিকদের বলেন, আগামী ৩১ অগাস্টের মধ্যে এসব কারাবন্দিদের মামলা নিষ্পত্তির নির্দেশের পাশাপাশি আদালত বলেছে, এরপর এ নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাকে এসব মামলায় সাক্ষীর হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।লিগ্যাল এইড থেকে পাওয়া তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে সাত বছরের বেশি সময় ধরে কারাবন্দি ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ০১ জন, খুলনা বিভাগে ০৫ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ০৮ জন।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |