দু’বছর পর নির্দেশনায় শামীমা তুষ্টি


বিনোদন: দু’বছর পর আবার নির্দেশনায় এলেন ছোট পর্দার অভিনেত্রী শামীমা তুষ্টি। তবে এবার নাটক নয় একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। নাম ‘পাল্টে যাওয়া উল্টো দিন’। টেলিফিল্মটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু। গত ১২ ও ১৩ই এপ্রিল রাজধানীর তিনশ’ ফুট এলাকায় এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে তুষ্টির নির্দেশনায় ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ ছাড়া আরো অভিনয় করেছেন আহসানুল হক মিনু, শেলী আহসান, মাহমুদুল ইসলাম মিঠু, হিন্দোল, রাজা।
টেলিফিল্মটি নির্মাণ প্রসঙ্গে তুষ্টি বলেন, ধন্যবাদ শুকু আপাকে চমৎকার একটি স্ক্রিপ্টের জন্য। এটি সম্পূর্ণ কমেডি ঘরানার একটি টেলিফিল্ম। এতে প্রত্যেকেই যার যার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। তুষ্টি জানান, আগামি ২৪শে এপ্রিল চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে। উল্লেখ্য, দু’বছর আগে তুষ্টি প্রথম ‘যাবে আমার সাথে’ নামক একটি নাটক নির্মাণ করেন। এটি চ্যানেল নাইনে প্রচার হয়েছিল। এতে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ, প্রীত, শহীদুল আলম সাচ্চু, মুনিয়া।