দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে বসতভিটার জমি দখলে বাধা দেওয়ায় দুর্বিত্তদের অস্ত্রের আঘাতে যুবক হালিম রানা (২০) গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ফটিয়াপাড়া গ্রামের নইমতদ্দীনের ছেলে সাগর (২০) ও তার ভাই ফইজুল (২৮), দুলাল (৩৫), বাবুল (৪৫), রুবেল (৩৬), মানিক (৪৭) ও বাবুলের ছেলে সাগর (১৮) সহ তার ভাড়াটিয়া লোকজনকে নিয়ে ১৭ এপ্রিল মঙ্গলবার বিকালে লালাপুর সুকানীপাড়া গ্রামের হামিদুর রহমানের ছেলে হালিম রানা মধুপুর ফটিয়াপাড়া মৌজার দখলীয় বসতভিটার জমি দূর্বিত্তরা দখল করার চেষ্টা করলে ওই সময় হালিম রানা তাদেরকে বাধা দিতে গেলে দুর্বিত্তদের অস্ত্রের আঘাতে যুবক হালিম রানা মাথা ও তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকে।
পড়ে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত হালিম রানার পারিবারিক সূত্রে জানা গেছে।