দূর্ভোগে সাধারণ মানুষ ঠাকুরগাঁও পৌরসভার রাস্তার বেহাল অবস্থা


রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার পাড়া-মহল্লার অধিকাংশ সড়কের অবস্থা খুবই ভাঙাচোড়া ও বেহাল। ভাঙাচোরা এসব সড়কের কোন কোনটি দীর্ঘদিন থেকে সংস্কার করা হয়নি। সময় মত সংস্কার না হওয়ায় রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ভোগান্তি চরমে উঠেছে সাধারণ মানুষের। এর ফলে সাধারণ মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন।পৌরসভার পক্ষ থেকে মাঝে মধ্যে ইট-বালু-পাথর দিয়ে মেরামত করা হলেও কিছুদিন পর অতি বর্ষণের ফলে পানি ওঠে সড়কগুলোতে বড় বড় গর্ত হয় ফলে আবার পূর্বের অবস্থায় ফিরে যায় রাস্তাগুলো। সরেজমিনে ঘুরে দেখা গিয়েছে , শহরের টিকাপাড়া, গোয়ালপাড়া, সরকারপাড়া, বসিরপাড়া, হাজীপাড়া এসব মহল্লাই প্রায় অনেক রাস্তাতেই ভাঙাচোরার দৃশ্য। জায়গায় জায়গায় যেন ছোট কুয়া তৈরী হয়েছে। গর্তে পানি জমে থাকার ফলে রিকশা, সাইকেল, ইজিবাইকসহ ছোট যানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। এসব গর্তে পড়ে প্রায়ই সাধারণ মানুষের ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এসব এলাকার বাসিন্দারা ক্ষোভের সঙ্গে বলেন, রাস্তাগুলো দেখলে মনে হয় যেনো রাস্তাগুলো দেখভালের কোনো কর্তৃপক্ষ নেই। আমরা কোন শহরে না গ্রামে বসবাস করতেছি।এছাড়াও ঠাকুরগাঁও শহরের প্রানকেন্দ্র চৌরাস্তায় একটু পানি হলে রাস্তা ডুবে যায়। এই রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে এখন ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।
শহরের প্রান কেন্দ্র হওয়ায় চলাচল বেশি থাকে মানুষের। কিন্তু রাস্তার এসব গর্তের কারনে ছোট ছোট দূর্ঘটনা লেগে থাকে এবং জানজটের সৃষ্টি হয়।গোয়ালপাড়া এলাকার রিক্সাচালক মকবুল বলেন, ভাই শহরের রাস্তাগুলো এমন ভাবে নাজেহাল হইছে কয়েকদিন পর পর রিকশা ঠিক করতে হয়। রাস্তার গর্তগুলো দিয়ে রিকশা চালাতে হয়। এতে করে রিকশার রিং গুলো বাকা হয়ে যায়। তাও চালাতে হয় ভাই রাস্তা ভাঙা হইছে কিছুই করার নাই জীবনতো চালাতে হবে। সরকার পাড়ার ব্যবসায়ী রাব্বি বলেন, নিজ বাড়ির পার্শে গুডাউন দিয়েছি। এখানেই দোকানের সকল মালামাল রাখি। আর আমার দোকান শহরের চৌরাস্তায়। গুডাউনের রাস্তার এমন বেহাল অবস্থা যে রাস্তা দিয়ে দোকানের মালামাল নেয়া খুবই কষ্টকর। কোন কোন সময় রিকশা চালক এ রাস্তা দিয়ে মালামাল নিয়ে যেতে চায়না। হাজিপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, অনেক সময় বৃষ্টির দিনে আমাদের সন্তানদের হেটে স্কুলে যেতে হয়। কিন্তু রাস্তায় ছোট ছোট গর্ত গুলোতে পানি থাকায় গর্ত বুঝা যায় না। ফলে গর্তগুলোতে পা পরলে অনেক বড় ধরণের অঘটন ঘটতে পারে। আমরা চাই শহরের সকল পাড়া-মহল্লার রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হোক। হাজীপাড়া এলাকার কমিশনার আতাউর রহমান বলেন, আমি ইতোপূর্বে ২ বার নির্বাচিত হয়েছিলাম। এর আগে অনেক কাজ করেছি। সব সময় ভালো কাজ করার চেষ্টা করেছি বিশেষ করে যাতে রাস্তাগুলো চলাচলের উপযোগী করা যায়। তৃতীয় বার আবার কাজ করার সুযোগ পেয়েছি এবার চেষ্টা করবো আমার এলাকার সকল রাস্তাগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করার।এ বিষয়ে পৌর মেয়র মির্জা ফয়সল আমিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের শহরের এখনো অনেক রাস্তা জড়াজীর্ণ হয়ে আছে। আমি এবার নতুন মেয়র নির্বাচিত হয়েছি। আমার সময়কাল পর্যন্ত আমি শহরের অচল সকল রাস্তাগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে তুলবো। নতুন অর্থ বছরে বাজেট পাস হলেও এখনো তেমন বরাদ্ধের কাজ সম্পূর্ণ হয়নি।
You must be logged in to post a comment.