ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দেওপাড়া বাসীর প্রাণের দাবী নরকা খাল

রবিউল আলম বাদল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : একটি খাল খননের অভাবে বিলের নামা জমি এখন কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। বর্ষায় জমে থাকা পানি নামছে না কোন ভাবেই। বোরো ধানের বীজতলা তৈরী করতে পারছেনা কৃষক। প্রায় একযুগ ধরে অনাবাদি কয়েক হাজার বিঘা ধানের জমি। এ সবের একমাত্র কারন নরকা খাল। উপজেলা থেকে বয়ে আসা আশেপাশে বিলের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এ খাল। খননের অভাবে খালটি এখন কৃষকের দুঃখে রূপ নিয়েছে। এটি রয়ে গেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন দিয়ে দীর্ঘদিন ধরে খালটি খননের দাবী করছেন চাষীরা।

জানা যায়, নরকাখালের উৎপত্তি ঝিনাই নদী থেকে। হামিদপুর ফটিকজানী ঝিনাই নদী হইতে বাগুন্তা হয়ে নারাঙ্গাইল জোয়াল ডাঙ্গা বিল, মেগাবিল, গুয়াপচাবিল হয়ে সাটুরিয়া দেওপাড়া, তালতলা, সরাসাক বাদে আমজানী হইয়া গোলাবাড়ী এলাকায় গিয়ে মিলিত হয়েছে বংশাই নদীতে। যার দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার। এলাকাবাসী জানায় বর্ষা মৌসুমে দেওপাড়া, ধলাপাড়া, দিগর ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের বৃষ্টির পানি জমা হয় এইসব বিলে। আর বিলের পানি নিষ্কাশন হয় নরকা খাল দিয়ে। নরকা খালটি একসময় ছিল ছোট খাটো নদীর মতো। প্রায় ছিল প্রায় ৪০ থেকে ৫০ ফুট। বড় বড় নৌকা চলতো এই খাল দিয়ে। বর্তমানে ডিঙ্গি নৌকা চলতে পারেনা সরকারী উদ্দ্যোগে প্রায় ৩০বছর আগে একবার খালটি খনন করা হয়। এরপর পলি মাটি পরে ভরাট হয়ে গেছে। আগ্রাসী ভূমিকায় খালের দুই পারের জমির মালিক ও চেপে ধরেছে। কোনো কোনো স্থানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দৃশ্যমান কোথাও ৫ ফুট। আবার কোথাও ৬/৭ ফুট। খাল নয় যেন সরুনালা। মাঝে মধ্যেই দখলদারের কারনে অস্তিত্ব সংকটে।

সরজমিন মেঘা বিলে গিয়ে দেখা যায় বোরো ধানের বীজতলা তৈরী সময় প্রায় শেষের দিকে হলেও বীজ তৈরীর জমিতে এখনো হাটু পানি। বীজ সংকটের কারনে বাধাগ্রস্থ হবে বোরো চাষ। ক্ষতিগ্রস্থ হয়েছে আমন চাষও। দীর্ঘদিন ধরে খালটি খননের দাবী জানিয়া আসছেন কৃষকরা। বেশকিছুদিন আগে এলাকার ৩০০ কৃষকের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হয়েছে।

দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন (হিপলু) জানায় প্রতিনিয়ত এলাকার কৃষক তার বাড়ীতে ভিড় জমান। কিছু একটা করে দিতে বলে তাকে। কৃষকের দুঃখ কষ্টে দেখে খাল খননের বিষয়ে মাসিক সমন্বয় সভায় একাধিকবার উপস্থাপন করা হয়েছে। কিন্তু কোন সুরাহা পাই নাই। তার পরেও বোরো চাষে ব্যহত হওয়ার আশাংকায় আমি গত সোমবার খাল খননের অনুমতি ও বরাদ্দ চেয়ে স্থানীয় এমপি বরাবর আবেদন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন ১ ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সেই লক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসন এবং স্ব স্ব কর্তৃপক্ষের কাছে আমার জোর দাবি এলাকার কৃষক বাঁচার স্বার্থে খালটি যেন অতিদ্রুত খননের ব্যবস্থা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, কৃষক বীজ তৈরী করতে পারছেনা। পানিতে ধান তলিয়ে যায়। প্রতিবছর অনাবাদি থাকে অনেক জমি এসব বিষয় তার জানা। খালটি খননের প্রয়োজনীয়তা তুলে ধরে এরই মধ্যে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কৃষি জমিতে জলাবদ্ধতার বিষয়টি জানেন তিনি। ইতিমধ্যে খাল খননের বিষয়ে চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

You must be Logged in to post comment.

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |     লালমনিরহাটে ট্রাক উল্টে নিহত ১, আহত ৪     |     মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |