দেবীগঞ্জের পূর্ব দেবীডুবায় বিষ খেয়ে আত্নহত্যা


মোঃ মোশারফ হোসেন রিপন, দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্বদেবীডুবা গ্রামের পারভীন(৫৫) বিষ খেয়ে আত্মহত্যা করেন। স্থানিয় সুত্রে জানা যায় পারিবারিক কোন কারন ছাড়ায় তিনি এই আত্মহত্যা করেন।স্থানিয় সূত্রে আজ সকালে কিছুটা রাগান্বিত হয়ে পাশের বাজারে গেলে দোকান দার তাকে বিষের বড়ী নাই বললে তিনি দেবীগঞ্জ বাজার থেকে বিষ নিয়ে এসে ঘরে একাই খায় কেউ তাকে দেখতে পেলে সাথে সাথে স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও কোন ফল আসেনি তাকে চলে যেতে হলো নাফেরার দেশে এবং ককর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘসনা করেন। পারভীনের মৃত্যুর পিছনে কোন কারন বা রহস্য আছে কি না তা তদন্ত করার জন্য দেবীগঞ্জ থানায় বিষয়টি অবগত করলে কোন রকম বাদি না থাকায় বিষয়টি শেষ পর্যন্ত কোন রকম ঝামেলা হয়নি বলে স্থানিয় সূত্রে জানা যায়। তবে রহস্য থেকে যায় কি কারনে পারভীন এই পথ বেছে নিল।