দেবীগঞ্জে চিলাহাটি ইউনিয়নের যুবলীগ সভাপতি মিথ্যা মামলার শিকার


মোঃ মোশারফ হোসেন রিপন দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ০১ নং চিলাহাটি ইউনিয়নের যুবলীগ সভাপতি হাসনাৎ জামান রুপম মিথ্যা মামলার শিকার হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারি আনুমানিক রাত ০২ ঘটিকায় পুলিশ ব্যুরো তাকে সহ তার ছোট ভাই রন্টিকে গ্রেফতার করে বলে জানা যায়। গত কয়েক মাস আগে ভাউলাগঞ্জ কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছে কলেজ কতৃপক্ষ বলে মনে করছেন স্থানিয়রা।১৫ ফেব্রুয়ারি পঞ্চগড় কোর্টের মাধ্যমে জামিনে ছাড়া পায় যুবলীগ সভাপতি ও তার ছোট ভাই। তার এই মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা বিভিন্ন সহযোগীতা করে বলে জানা যায়।পঞ্চগড় থেকে ফিরে চিলাহাটি ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানিয় লোকজন ভাউলাগঞ্জ বাজারে জয়বাংলা স্লোগানের মাধ্যমে সোডাউন করে। সোডাউন শেষে চিলাহাটি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান নয়ন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম উপজেলা যুবলীগের সাঃসম্পাদক মিঠু, যুগ্ন সাঃসম্পাদক স্বপন, চিলাহাটি ইউনিয়নের যুবলীগ সাঃসম্পাদক মিন্টু, ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর, বক্তব্য দেন। অত্র ইউনিয়নের আঃলীগ নেতা কর্মী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।তারা এই মিথ্যা মামলার নিন্দা জানান, আওয়ামীলীগে কিছু হাইব্রিড নেতা কর্মীর জন্ম হয়েছে বলে মনে করেন বক্তারা, হাইব্রিড নেতাদের হুশিয়ার করে দেন এই রকম মিথ্যা মামলা সহ ছাত্রলীগ যুবলীগের দিকে যেন তারা দৃষ্টি না দেয়। তারা বলেন ভাউলাগঞ্জ কলেজ কে ব্যবসার কলেজে পরিনিত করেছে এই দূর্নিতির কথা বলতে গেলে তারা মিথ্যা চাঁদাবাজির মামলা দেন রুপম সহ কয়েক জন কে। উপজেলা যুবলীগ সাঃসম্পাদক মিঠু বলেন ১৫ দিনের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্তাহার না করলে বিশেষ প্রতিবাদ কর্মসূচি পালন করবে। বক্তারা মাননীয় এম পি এ্যাড. নুরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ তিনি এই বিষয়ে সমাধান দিবে বলে মনে করেন।