দেবীগঞ্জে ফরেস্টের জমি দখল করে পাকা ঘর নির্মাণ করছে ভূমি দস্যূরা


দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী নতুন পাড়া(গাজকাটি ফরেস্ট অফিস সংলগ্ন) সরকারি(ফরেস্ট) জমি অবৈধ ভাবে দখল করে পাকা ঘর নির্মাণ চলছে। স্থানিয় সূত্রে জানা যায় অত্র গ্রামের চান্দ আলী ও তার ছেলে মুসলিম আলী এই অবৈধ জমির দখলের সাথে জড়িত রয়েছে।স্থানিয় সূত্র জানতে পেরে আমরা সরে জমিনে কথা বলার জন্য ফরেস্ট (বিড) অফিসার রিশি বর্মণ এর মুঠো ফোনে কল দিলে তিনি মুঠো ফোনে কথা না বলে সাক্ষাতে কথা বলার জন্য অনুরোধ জানায় আমরা ফরেস্ট (বিড)অফিসার রিশি বর্মণের সাথে কথা বলার জন্য যাওয়ার সময় হঠাৎ করে আমাদের সামনে চলে আসে মুসলীম সহ নাম না জানা আরো একজন। তারা আমাদের সাথে বিভিন্ন অশ্লিল ভাষায় গালি গালাজ সহ হুমকি স্বরুপ কথা বলেন এবং মুসলিম বলে তোদের মত সাংবাদিক আমি পকেটে রাখি। সেই সময় পাশে থেকে ফরেস্ট(বিড)অফিসার রিশি বর্মণ আমাদের নিয়ে আসে দেবীগঞ্জ ফরেস্ট অফিসে তিনি আমাদের বিষয়টি নিয়ে কিছু না করার জন্য অনুরোধ জানান এবং আমাদের আর্থিকের লোভ দেখান। আমরা ফরেস্ট অফিসার রিশি বর্মণের কাছে জানতে চাইলে তিনি জানান তাদের অফিস নিয়ম অনুযায়ী তিনি পদক্ষেপ নিবে বলেন। ফরেস্ট অফিসার এর সাথে কথা বলার সময় রিশি বর্মণের মুঠো ফোনে মুসলিম আমাদের বেধে রাখার হুমকি দেন।স্থানিয় সাধারন লোক জনদের সাথে কথা বলে জানতে পারি চান্দ আলী অনেক দিন যাবৎ ধরে ফরেস্ট(সরকারি) জমির অবৈধ ভাবে দখল করে আছেন। আরো জানতে পারি গাজকাটি বাজারে ফরেস্ট জমি দখল করে দোকান ঘর তৈরি করে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। চান্দ আলী ভূয়া দলিল তৈরি করে ফরেস্ট জমি বিক্রি করছে বলে জানা যায়।স্থানিয় সূত্রে আরো জানতে পারি বটতলী মৌজা- জিএল-১৬ যার খতিয়ান-২৫ দাগ নং ১২৬৪ ও ১২৬৫ এই দাগে ফরেস্ট অফিস ফরেস্ট অফিস সংলগ্ন গড়ে উঠছে মুসলিমের পাকা ঘর।স্থানিয় লোকজনের অভিযোগ এই অবৈধ ফরেস্ট জমি দখলের সাথে জড়িত রয়েছে ফরেস্ট (বিড) অফিসার রিশি বর্মণ। তাদের কথা অনেক দিন যাবৎ এই সব কার্যকলাপের কোন প্রকার ভুমিকা রাখেনি ফরেস্ট অফিসার রিশি বর্মণ। এই সব বিষয়ে কথা বলতে দেবীগঞ্জ রেন্জার অফিসার এর মুঠো ফোনে কল দিলে তিনি এই বিষয়ে কিছু জানেনা বলে আমাদের জানান তিনি এই বিষয়ে সরেজমিনে তদন্ত করে আইনি ব্যবস্থা করবে বলে আমাদের জানান।ফরেস্ট জমি দখল করে বিভিন্ন ভাবে বিক্রি করায় চান্দ আলীর স্থানিয় লোকদের মাঝে ভূমি দস্যু হিসেবে চেনা যায় বলে জানতে পারি। স্থানিয় লোকজনের দাবি অবৈধ ভাবে ফরেস্ট(সরকারি) জমি দখলের বিষয়টি সরে জমিনে তদন্ত করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার অনুরোধ জানান।