মোঃ মোশারফ হোসেন রিপন দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ এইতো মনে হচ্ছে সে দিন তৈরি হইল রাস্তাটি অথচ কি করুন দশা ভাবতেও অবাক লাগছে এত অল্প সময়ে মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাটি। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন দেবীগঞ্জ টু পঞ্চগড় রাস্তাটি চলাচলের জন্য অনুপোযোগী হয়ে পড়েছে বলে মনে করছে পথচারিরা। দেবীগঞ্জ থেকে যাওয়ার সময় ভাউলাগঞ্জ, টোকরাভাষার পশ্চিম পর্যন্ত প্রায় অনেক জায়গায় দেখা যায় রাস্তাটির ব্যপক ক্ষতি হয়েছে। রাস্তাটির কাজ ভালো ভাবে না হওয়ার কারনে অল্প সময়ে নষ্ট হয়েছে বলে মনে করছে সাধারন মানুষ। তবে আরো একটি বিষয় লক্ষ করলে দেখা যায় এই রাস্তা দিয়ে ভারি যানবাহন বিশেষ করে পাথরের ট্রাক চলাচলের কারনে রাস্তার করুন অবস্থা বলে ধারনা করা হচ্ছে। দেবীগঞ্জ ভাউলাগঞ্জ রাস্তাটির অতি দ্রুত সংস্কার না করলে আরো ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন স্থানিয়রা। এই রাস্তাটি সংস্কারের জন্য কতৃপক্ষের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান।