দেশনেত্রীকে কারাগারে রেখে বিএনপিকে ভাঙ্গা যাবে না…ফখরুল


নিউজ ডেক্স : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়াচ্ছেন আর দেশনেত্রী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সময় কাটাচ্ছেন।’ এসময় তিনি জনগণ বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে বলে মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে মানুষটি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করলেন তাকেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হচ্ছে। প্রধানমন্ত্রী যখন রাজশাহীতে হেলিকপ্টারে গিয়ে সরকারি খরচে ভোট চাচ্ছেন, তখন খালেদা জিয়াকে কারাগারে। এটা গণতন্ত্র হতে পারে না। এটা রাজনীতির সমান ক্ষেত্র হতে পারে না।’ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকার আশা করেছিল দেশনেত্রীকে আটক করা সম্ভব হলেই বিএনপি ভেঙে যাবে। কিন্তু বিএনপি আরও শক্তিশালী হয়েছে। আমরা অনেক বেশি ঐক্যবদ্ধ। অনেক বেশি শক্তিশালী।’ ফখরুল বলেন, ‘দেশের হাজার হাজার নেতাকর্মী আজ কারাগারে। অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কয়েক বছর ধরে গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম অব্যাহত রয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া সেই সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তাকে গ্রেপ্তার করে সেই সংগ্রাম স্থিমিত করতে চায় আওয়ামী লীগ। সেজন্য মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে দেশনেত্রীকে।’ বিএনপির সংগ্রাম দেশের জন্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে বিএনপি যে সংগ্রাম করছি সেটা শুধু খালেদা জিয়ার জন্য সংগ্রাম নয়। এই সংগ্রাম দেশকে রক্ষা করার সংগ্রাম। গণতন্ত্র রক্ষার সংগ্রাম। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। বর্তমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। কোন উসকানিতে পা দেয়া যাবে না। সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।’ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।