ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের যেকোন সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থানে থাকে পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান……

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থান থাকে। মাদকের বিষয়ে কোথাও কোন ছাড় নেই। বিজিবির সতর্ক অবস্থানের কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ জব্দ ও ৩ জনকে আটক করা হয়েছে। তিনি বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান শেষে ভারতীয় অংশে বিএসএফ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় এবং ফল আদান প্রদান করেন। এ সময় তিনি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। বিজিবি মহাপরিচালক আরো বলেন, সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বসবাসরত মানুষদের সীমান্ত আইন সম্পর্কে অবহিত ও সচেতনতা বাড়াতে বিজিবি নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে তা আরো জোরদার করা হবে। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম সহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র মহাপরিচালক নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন মাগুরমারী বিওপি পরিদর্শন করেন।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |