দেশের যেকোন সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থানে থাকে পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান……


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থান থাকে। মাদকের বিষয়ে কোথাও কোন ছাড় নেই। বিজিবির সতর্ক অবস্থানের কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ জব্দ ও ৩ জনকে আটক করা হয়েছে। তিনি বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান শেষে ভারতীয় অংশে বিএসএফ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় এবং ফল আদান প্রদান করেন। এ সময় তিনি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। বিজিবি মহাপরিচালক আরো বলেন, সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বসবাসরত মানুষদের সীমান্ত আইন সম্পর্কে অবহিত ও সচেতনতা বাড়াতে বিজিবি নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে তা আরো জোরদার করা হবে। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম সহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র মহাপরিচালক নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন মাগুরমারী বিওপি পরিদর্শন করেন।