ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ অদ্যাবধী মেহেরপুর-১ ও ২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২ ডজনের বেশী প্রার্থী

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :দ্বাদশ সংসদ নির্বাচন -২০২৪ এর ৭ জানুয়ারি দিন ধার্য করে নির্বাচন কমিশন নির্বাচনী তফশিল ঘোষনা করেছেন। মনোনয়ন ফরম বিক্রির ১ম দিনে মেহেরপুর-১ ও ২ (গাংনী) সংসদীয় আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ আসনে ১২ জন এবং ২ আসনে ১৩ জন ।
মেহেরপুর -১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, সাবেক এমপি জয়নাল আবেদীন, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলঅ আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. মিয়াজান আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান (ছোট), জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন , জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের নেতা আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, সাবেক এমপি জয়নাল আবেদীনের ছেলে তানভীর আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সাবেক ছাক্রলীগ নেতা আমজাদ হোসেন ।
মেহেরপুর-২ গাংনী আসনের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন তারা হলেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন , গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেছুুর রহমান মুকুল ,জেলা কৃষকলীগের সেক্রেটারী ওয়াসিম সাজ্জাদ লিখন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ড. আশরাফুল ইসলাম,কেন্দ্রিয় নেতা আশরাফুল আলম স্বপন , এ এস এম নাজমুল হক সাগর ,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাড. শফিকুল আলম,নারীনেত্রী নুরজাহান বেগম,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা রেজাউল ইসলাম, প্রভাষক রিয়াজউদ্দীন, প্রমুখ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে গাংনীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ ততই বাড়ছে ।অধিকাংশরাই নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২/১ জন তাদের সমর্থকদের দিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেছেন। দলের সংবাদ বিজ্ঞপ্তি মারফত জানা গেছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

আওয়ামীলীগের নির্বাচনী র্বোড ও গোয়েন্দা সংস্থা সূত্রে থেকে জানা গেছে সারা দেশের সর্বমোট ১৪০ জন সংসদ সদস্য আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন ঝুঁকিতে রয়েছে।

বিভিন্ন বিতর্কিত র্কমকান্ড এবং জনবিচ্ছিন্নতার অভিযোগ রয়েছে র্বতমান এমন সংসদ সদস্যদের মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

You must be Logged in to post comment.

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯     |     ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন     |     ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |