দ্বিধা বিভক্ত আ’লীগের পুষ্পস্তবক অর্পণ ভূঞাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ।


মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, মসজিদে মসজিদে কোরান তেলাওয়াত, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দু’টি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দ্বিধা বিভক্ত আওয়ামীলীগ একাদিক দলে বিভক্ত হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শোডাউন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ,আলিফনুর মিনি সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অপর দিকে উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে আ’লীগ অফিস থেকে একটি র্যালি বের হয়ে ইবরাহীম খাঁ সরকারী কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ করে । কেন্দ্রীয় আ’লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেলের পক্ষে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করে।