ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন


পঞ্চগড় প্রতিনিধি: ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ধর্ষকের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার বিকালে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবে লিখিত বক্তব্যে ওই স্কুল ছাত্রীর মা নুরজাহান বেগম ধর্ষক জুয়েল ইসলাম ও তার মেয়ের আত্মহত্যার প্ররোচনারকারীদের সুষ্ঠু বিচারের দাবী জানান। ধর্ষক জুয়েল বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকার আব্বাস আলীর ছেলে। তার স্ত্রী ও সন্তানও রয়েছে। সংবাদ সম্মেলনে নুরজাহান বলেন, জুয়েল আমার মেয়ের শোয়ার রুমে গভীর রাতে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এসময় মেয়ের চিৎকারের এক পর্যায়ে তাকে আটক করার চেষ্টা করা হলে সে পালিয়ে যায়। ঘরে ছেলের ব্যবহৃত মোবাইল, জুতাসহ পরিহিত কাপড় পাওয়া যায়। ওই দিন সকালে আমরা বাড়ির বাইরে গেলে মেয়ে একা ঘরে আত্মহত্যা করে। বোদা থানা অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, ওই স্কুল ছাত্রীর আত্মহত্যার বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।