নওগাঁর নিয়ামতপুরে ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-২


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-২। আজ শুক্রবার সকাল ৭টায় র্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিন(২৬) পিতা শামসুজ্জামান (রাজা), সাং-মনিগ্রাম(দক্ষিন পাড়া), থানা-বাঘা জেলা রাজশাহী এবং তছলিম(৫০) পিতা-মৃত বিশু, সাং-বার রশিয়া(ইসলামপুর), থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ৩হাজার বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে। এ বিয়য়ে র্যাব-৫ জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল হতে নওগাঁর নিয়ামতপুর থানার আড্ডায় যাচ্ছে। এমতঅবস্থায় র্যাব-৫ কোম্পানি কমান্ডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ এর নেতৃততে নাচোল-আড্ডা মহাসড়কে অবস্থান করি এবং রাস্তায় ট্রাক দ্বারা বেরিকেড দিয়ে “মিৎসুবিসি” ঢাকা মেট্রো-ঘ ০২-১৫৮২ জীপে তল্লাসি চালিয়ে ৩হাজার আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ফেন্সিডিল বহনকারী জীপ গাড়ী সহ নগদ ৩৩৩০ টাকা ও ২টি ফোন ও জব্দ করা হয়েছে। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের মাদক ব্যবসায়ী ও দেশের বিভিন্ন স্থানে ট্রাক ও জীপ দ¦ারা মাদক সরবরাহ করে বলে জানায়। সংশ্রিষ্ট বিষয়ে মামলা হয়েছে।