নওগাঁয় মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান


মোঃ খালেদ বিন ফিরোজ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান প্রদান করেছে মুক্তিযোদ্ধারা।বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্বারক লিপি প্রদান করেন। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান দুদু শাহ, আকতারুজ্জামান ,মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কায়ছার উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান এডঃ ওমর ফারুক সুমন, নাজমুল হোসাইন সেন্টু জুয়েল প্রমুখ। অপরদিকে বেলা ১২টায় বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁর উদ্যোগে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুনসুর রহমান ৩দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারক লিপি প্রদান করেন।