নদী একটি জীবন্ত সত্তা


ভূল্লী প্রতিনিধিঃ বিশ্বের অন্যান্য দেশের মতো পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। নদী একটি জীবন্ত সত্তা আসুন এর অধিকার নিশ্চিত করি” এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নদীকে দখল মুক্ত প্লাস্টিক মুক্ত করতে ইউনিক স্কুল এর শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নদীকে বাচানোর দাবীতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন ইউনিক স্কুলের পরিচালক মো সেলিমুর রহমান সেলিম ও প্রধান শিক্ষক আবু হাসান সবুজ বক্তারা বলেন নদী কে বাচাতে সরকারি তদারকির পাশাপাশি জন সচেতন গড়ে তুলতে হবে ।