নন্দীগ্রামে নারী উন্নয়ন মেলা উদ্বোধন


মহিদুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ই মার্চ বগুড়ার নন্দীগ্রামে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় মেলাটি উদ্বোধন করেন, বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেন। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন ও উপজেলা একাডেমীক সুপারভাইজার নাছরিন সুলতানা প্রমূখ। এরপর বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেন প্রাথমিক শিক্ষামেলা উদ্বোধন করেছে। বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।