ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নবাগত উপজেলা ইনস্ট্রাকটরকে বরণ করে নিলো দেবীগঞ্জ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ

পঞ্চগড় প্রতিনিধি:বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা ইনস্ট্রাকটর রইছুল ইসলাম প্রামাণিককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা রিসার্চ ট্রেনিং সেন্টারে গিয়ে সংগঠনের নেতাকর্মীরা ইনস্ট্রাকটরকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ,দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু, সহ সভাপতি মো:সফিউল আলম, সহ সভাপতি জহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবিউল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিভীষণ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অনুকূল চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউল ইসলাম সহ আরও অনেকে।
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু বলেন, সংগঠনটি জম্মলগ্ন থেকেই আজ অবধি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সুখে দু:খে পাশেই আছে।শিক্ষকদের দাবী দাওয়া আদায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় ভাবে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে আসছে।তিনি আরও বলেন, সংগঠনটি জাতীয় দিবস গুলো ভাল ভাবে পালন করে আসছে।পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
নবাগত উপজেলা ইনস্ট্রাকটর জনাব মো:রইছুল ইসলাম প্রামাণিক সংগঠনটির সম্পর্কে খোঁজ খবর নেন ও সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, অন্যান্য উপজেলা থেকে দেবীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার মান অনেক ভাল এবং এটা ধরে রাখার পরামর্শ দেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |