নবাবগঞ্জে দুস্থ্যদের কার্ডের ভাগ না পাওয়ায় তালিকা অনুমোদন করছেন না চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী


দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুঃস্থ্যদের ভাতার কার্ডের ভাগ না পাওয়ায় তালিকা অনুমোদন করেননি উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা নূরে আলম সিদ্দিকী। তিনি ইউনিয়ন চেয়ারম্যানদের শয়তান বলে আখ্যায়িত করে একাধিক নাশকতা মামলার আসামী জামায়াত চেয়ারম্যান দাম্ভিকতা দেখিয়ে সমাজসেবা কর্মকর্তা বলেছেন, এমপি, প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি বললেও তিনি দুস্থ্যদের ভাতার তালিকা অনুমোদন করবেন না। এ ঘটনায় উপজেলা পরিষদের ১৫ জন জনপ্রতিধির মধ্যে ১৩ জন জনপ্রতিনিধি নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে অনাস্থা এনে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত বৃহস্থাপতিবার জনপ্রতিনিধিগন গত বৃহস্পতিবার উপজেলা পষিষদের মাসিক সমন্বয় সভা বর্জন করেছেন। ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমান জামিন জানান, ভাগ ছাড়া কোন কাজ করেন না উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধিদের তালিকা তৈরী করে সমাজসেবা কার্যালয়ে জমা দেন। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিটি ইউনিয়ন থেকে দশটি করে কার্ডের ভাগ চান। এতে দিতে না চাওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা নূরে আলম সিদ্দিকী দুস্থ্যদের ভাতার তালিকা একবছর ধরে অনুমোদন করেননি। পরে প্রতিনিটি ইউনিয়ন থেকে তিনটি করে কার্ডের ভাগ নিয়ে তালিকা অনুমোদন করেছেন। বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন বলেন, চেয়ারম্যান নূরে আলম সিদ্দীকি এবারও ইউনিয়ন প্রতি দশটি করে কার্ডের ভাগ চান। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানগন
গতবারের মতো তিনটির চাইতে বেশি ভাগ দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান রাজী হন। গত ২৭ মার্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সমাজ সেবা কর্মকর্তার কাছে
তালিকা অনুমোদনের জন্য যান। তালিকা অনুমোদনের সম্মতির জন্য সামজসেবা কর্মকর্তা উপজেলার পরিষদের চেয়ারম্যানকে মুঠোফোনে কল দেন। বিষয়টি সকলকে শুনাতে সমাজসেবা কর্মকর্তা মুঠোফোনে লাউড স্পীকার চালু করেন। এসময় চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী মুঠোফোনে সমাজসেবা কর্মকর্তাকে বলেন যে, “আপনি নতুন এসেছেন। ইউনিয়ন চেয়ারম্যানদের চেনেন না। এরা একেকটা শয়তান। ওদের তালিকা আমি স্বাক্ষর করবোনা। যদি এমপি, প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি বললেও সই করবোনা।
এ ঘটনায় উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের একজন ভাইস
চেয়ারম্যান এবং সংরক্ষিত কোটার তিনজন নারী সদস্য উপজেলা পরিষদের
চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে গত ৩ এপ্রিল বিভাগীয় কমিশনারের
কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্ব মাসিক সভা শুরু হলে অভিযোগকারি তেরজন জনপ্রতিনিধি সভা বর্জন করেন।
দুস্থ্যদের ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে নয়টি ইউনিয়নের চেয়ারম্যান জানান, তিনি ভাগ না নিয়ে তালিকা অনুমোদন করেন না। ভাগ ছাড়া তিনি কোন কাজও করেন না। তাঁর অপকর্ম ঢাকতে ইউনিনিয়ন চেয়রম্যানদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। উপজেলা চেয়ারম্যানকে এ বিষয়ে যথাযথা প্রমাণ দিতে হবে। অন্যথায় জামায়াত নেতা নবাবগঞ্জে অবাঞ্চিত ঘোঘণা করা হবে। সেই সাথে সরকারি গাড়ি ব্যবহার করে জামায়াতের বিভিন্ন কর্মসূচী চালানোসহ নূরে আলমের অপকর্মের শ্বেতপত্র প্রকাশ করা হবে। এমপি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটুক্তি করায় অবিলম্বে একাধিক নাশকতা মামলার আসামী জামায়াতের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।