নবীন বরণ অনুষ্ঠানে রেলমন্ত্রী সুজন


পঞ্চগড় প্রতিনিধিঃ-
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেন,প্রতিবছরে সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্ধ রাখছে শিক্ষা ক্ষেত্রে। যাতে করে কোন শিক্ষার্থীর লেখাপড়া মাঝপথে বন্ধ না হয়। তিনি আজ(বৃহস্পতিবার) বিকালে পঞ্চগড়ের পাথরাজ সরকারী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,উপজেলা নির্বাহী কর্মকর্তা বহিৃ শিখা আশা ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।