নলডাঙ্গায় ব্রহ্মপুরে আ.লীগের কার্যালয় উদ্বোধন করলেন এমপি রত্না


নাটোর প্রতিনিধি : নাটোরে নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কার্যালয় উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও নাটোর – নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা এমপি রত্না আহমেদ।
মঙ্গলবার(২২ অগাস্ট) সন্ধ্যায় ব্রহ্মপুর বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত উদ্বোধন অনুষ্ঠান করা হয়।
দীর্ঘদিন পরে ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস পেয়ে আনন্দ উল্লাস করেছেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি,নলডাঙ্গা পৌরসভার মেয়র ও নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,নলডাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুসফিকুর রহমান মুকু, জেলা পরিষদ সদস্য মোঃ সোহরাব হোসেন সোহাগ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।