‘নসু ভিলেনের সংসার’ নাটকে চঞ্চল-নাদিয়া


বিনোদন: গেল ঈদে চঞ্চল চৌধুরী অভিনীত ‘নসু ভিলেন’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। এবার সেই রেশ ধরে নির্মাতা সাগর জাহান নির্মাণ করছেন ‘নসু ভিলেনের সংসার’। ধারাবাহিকটি ১০ পর্বে নির্মাণ হচ্ছে বলে জানান তিনি। সম্প্রতি এই নাটকের শুটিং শুরু হয়েছে। এতে চঞ্চল চৌধুরীর বিপরীতে জুটি বেঁধেছেন সালহা খানম নাদিয়া। তাদের ছাড়াও এই ধারাবাহিক নাটকে আরো দেখা যাবে আ খ ম হাসান, শাহনাজ খুশি ও আফরান আহমেদকে।ধারাবাহিকটি প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, নসু যাত্রাদলে ভিলেন চরিত্রে অভিনয় করে। গ্রামের সবাই তাকে নসু ভিলেন বলে ডাকে। এই নিয়ে সংসারে তার বউয়ের সঙ্গে প্রতিদিনই মনোমালিন্য চলতে থাকে। সবাই তাকে ভিলেন বলে, এটি বউ মেনে নিতে পারে না। আমি হাসিরস্যের মধ্য দিয়ে ঈদে দর্শকদের বিনোদন দেয়ার জন্যই এই ধারাবাহিকটি নির্মাণ করছি। চঞ্চল চৌধুরী বলেন, নসু যাত্রাদলের ভিলেন। এই ভিলেন চরিত্রে অভিনয় করতে গিয়ে সব কিছুতে তার ভিলেনের ছায়া থাকে। এটি নিয়ে সংসারে বিভিন্ন সমস্যা তৈরি হয়। নাদিয়া বলেন, এই ধারাবাহিকে আমাকে নসু ভিলেনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। নসু ভিলেনের সংসারে তার আরো দুই ভাই থাকে। তাদের বউদের চেয়ে আমি বেশি সুন্দরী। এই নিয়ে সেই দুই বউ আমার ওপর জেলাস থাকে। এদিকে নসু আমার সঙ্গে সব কিছুতে ভিলেনের মতো আচরণ করতে থাকে। রোমান্টিক একটি কথা বলার সময়ও সে ভিলেনের মতো বলে। সেটি আমি মেনে নিতে পারি না। তাকে আমি সব সময় ভিলেন চরিত্র ছেড়ে অভিনয় করার জন্য বলতে থাকি। এই নিয়ে আমার এবং নসুর মধ্যে বাকবিত-া চলতে থাকে।