নাটোরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মত বিনিময় সভা অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি:নাটোরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ব্যাংকের হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়। নাটোর শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মাহমুদুল্লা সিরাজীর সঞ্চালনায় এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, এসভিপি জোনাল হেড বগুড়া, মোঃ নাজমুল হক ভিপি রাজশাহী ব্রাঞ্জ। এছাড়াও গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নুরুন্নবী সোনার,মোঃ ফেরদৌস আলম ও কান্দিভিটুয়া হাফেজিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবু মুসা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি শাখাকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, গ্রাহক সেবায় শাখাসমূহকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে দ্রূত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোন বিকল্প নাই। এছাড়া তিনি শ্রেণিকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরোও আন্তরিক হওয়ার আহবান জানান।