ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া ও বাইসাইকেল বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া ও বাইসাইকেল বিতরণ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সমাজিক ও জীবন মনোনয়নের লক্ষ্যে নাটোরের সুফলভোগীদের মাঝে ভেড়া ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার(১৯ ডিসেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ভেড়া ও সাইকেল বিতরণ নাটোর-২ (নলডাঙ্গা- নাটোর সদর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রাণীসম্পদ কর্মকর্তা ডা গোলাম মোস্তফা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়ের হাবিব ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল শাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল প্রমুখ।
অনুষ্ঠানে ২০ জন ক্ষুদ্র  নৃ-গোষ্টির ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০টি বাইসাইকেল ও ২১৮ জনের সুফল চাষির মাঝে ৪৩৬টি ভেড়া  বিতরণ করা হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |