ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নাটোরে নলডাঙ্গায় রোপা আমন ধান-পেঁয়াজ  বীজ সার পেলেন ৬০০ প্রান্তিক কৃষক

নাটোর প্রতিনিধি:নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৬০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে রোপ আমন-পেঁয়াজের বীজ এবং সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) দুপুর  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানের সভাপতিত্বে এসময় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম স্বপ্নীন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. আমিনুল ইসলাম হাদু প্রমুখ। মতবিনিময় শেষে কৃষকদের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করেন অতিথিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন জানান, ২০২২-২৩ অর্থবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ জন কৃষককে রোপা আমন (উপসী জাত) ধান বীজ, ১০০ জন কৃষককে হাইব্রিড জাতের ধান বীজ ও ১০০ জন কৃষককে পেঁয়াজ বীজ দেওয়া হচ্ছে।
এর মধ্যে ৪০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার আর ১০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ এবং ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পরিমাণ মতো সূতলী, পলিথিন ও বালাইনাশকসহ নগদ দুই হাজার আটশ টাকা দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস বলেন, এসব উপকরণ কৃষকরা যথাযথ ব্যবহার করলে কৃষিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কৃষকরা লাভবান হবেন। কৃষি অর্থনীতিতে সমৃদ্ধি বয়ে আনবে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |