নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ


নাটোর প্রতিনিধি :বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেত্রীবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হাফরাস্তা হয়ে আবার ফিরে আসে দলটি। পরে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এক সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, এই অবৈধ সরকার সব কিছুই অবৈধভাবে জোর করে করতে চায়। এই ভোট চোর সরকার এখন বিএনপির গণজোয়ারকে ভয় পাচ্ছে। তাই বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে পরিবারের মা, বাবা, ভাই, বোনসহ স্ত্রী সন্তানদের হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করে কারাগার বন্দি করছে। এভাবে সাধারণ জনগণকে ভয় দেখিয় বিএনপিকে প্রতিহত করা যাবে না। তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করেছে। যতদিন খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীরসহ সকল জাতীয় বিএনপির নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হবে, ততদিন আমরা রাজপথে মুক্তির আন্দোলন চালিয়ে যাব।
এসময় বক্তব্য রাখেন—জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহব্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম প্রমুখ।