ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নাটোরে ১০ পদে লড়ছেন ৪৫ জন

নাটোর প্রতিনিধি:নাটোর জেলা পরিষদ নির্বাচনে ১০ পদে লড়ছেন ৪৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। বাকিরা সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত পদে প্রার্থী হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। জেলার ৮০৬ ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, সোমবার সকাল থেকে সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। কেন্দ্রগুলো হলো সদর উপজেলার দিঘাপতিয়া এমকে অনার্স কলেজ, নলডাঙ্গার শহীদ নাজমুল হক ডিগ্রি কলেজ, বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুম এবং সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্র।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। এর মধ্যে একজন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন,  অপরজন জাতীয় পার্টির (জিএম কাদের) নুরুন্নবী মৃধা।
এছাড়া দুটি সংরক্ষিত আসনের বিপরীতে লড়ছেন ১২ জন। সাধারণ কাউন্সিলরের সাতটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।
শহীদ নাজমুল হক ডিগ্রী কলেজ  কেন্দ্রে সোমবার বেলা ১২ টা দিকে দেখা গেছে, ব্যাপক পুলিশি নিরাপত্তা ও স্ট্রাইকিং ফোর্সের উপস্থিতিতে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম জানান, শহীদ নাজমুল হক ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট ভোটার  ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ এবং নারী ভোটার ১৯ জন। পুরুষদের জন্য একটি বুথ এবং নারীদের জন্য আরেকটি বুথে ভোটের ব্যবস্থা করা হয়েছে।
বেলা সাড়ে ১২ সময় পর্যন্ত ৭০ জন ভোটার তাদের ভোট প্রদান করেছে। বলেন জানিয়েছেন শহীদ নাজমুল হক ডিগ্রী কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়জিত আছেন। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করছেন পুলিশ সুপার সাইফুর রহমান। আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |