ঢাকা, সোমবার, ২০শে মার্চ ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নাটোর জেলা পরিষদ নির্বাচন জোড় প্রচারণা চালাচ্ছেন আ’লীগ নেত্রী পারভীন 

নাটোর প্রতিনিধি:আসন্ন নাটোর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-১ এ সদস্য পদে চলনবিল অধ্যুসিত সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় জোড় প্রচারণা চালাচ্ছেন সিংড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রহিম ইকবাল কেজি একাডেমির অধ্যক্ষ পারভীন আকতার। তিনি ভোটার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি হরিণ প্রতীকে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন।
আ’লীগ নেত্রী পারভীন আকতার বলেন, আওয়ামীলীগ পরিবারে তার জন্ম। তিনি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিলের মেয়ে। যিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দেশ স্বাধীনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন। একজন আদর্শ পিতার সন্তান হিসেবে ছোট বেলা থেকেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্ম নেয়। সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার শিক্ষা জীবন শুরু। পরে রাজশাহী কলেজ থেকে বাংলায় ¯œাতক ডিগ্রি অর্জন করি। সে সময়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ি। ২০০৩ সালে সিংড়া উপজেলা মহিলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছি। তাছাড়াও আমার স্বামী প্রভাষক নুরুল ইসলাম বুলবুল সিংড়া উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন নাটোর জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতকে আরো শক্তিশালী এবং আ’লীগ সরকারের উন্নয়নে নিজেকে আত্ম নিয়োগ করতে চাই।

You must be Logged in to post comment.

মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত     |     মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০     |     আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা     |     মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন     |     ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান : জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা     |     ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি     |     লালমনিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে     |     হাল না ছাড়া শেরপুরের সংগ্রামী মামুন এখন মেটা’র ইঞ্জিনিয়ার     |     মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা     |