ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নানা আয়োজনে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি :নানা আয়োজনে পঞ্চগড়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২১ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৩ জুলাই) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাসনুর রশিদ বাবু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জাসাস নেতা ইউনুস শেখ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, বাংলাদেশ জাসদ পঞ্চগড় শাখার সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক সাজেদুর রহমান সাজু, উদ্যোক্তা ও তাঁত ব্যবসায়ী আব্দুল মজিদ, গরিণাবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তৃতা করেন।
সভা পরিচালনা করেন দৈনিক কালেরকন্ঠ ও এখন টিভির প্রতিনিধি মো. লুৎফর রহমান।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অতিথিবৃন্দ এনটিভি’র পক্ষ থেকে পঞ্চগড় প্রেসক্লাব চত্বরে একটি বকুল ফুলের চারাগাছ রোপণ করেন। পরে দুযোর্গপূর্ণ আবহাওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পঞ্চগড় প্রেসক্লাব্ েগিয়ে শেষ হয়।
আলোচনা সভা, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচীতে এনটিভি দর্শক ফোরাম, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বক্তারা নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ, মানসম্মত অনুষ্ঠান, ঝকঝকে ছবি ও শ্রুতিমধুর শব্দের জন্য এনটিভি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এনটিভি’র নিজস্ব স্বকীয়তায় ভবিষ্যতে সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |