নানা আয়োজনে মেহেরপুরে ১লা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩০পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : বছর ঘুরে আবারও আমাদের দ্বারে সমাগত নতুস বছর। পুরাতনকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানানোর উৎসবকেই উৎসব উ্দ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুওে বরণ করে নেয়া হয় বাংলা নববর্ষ ১৪৩০ কে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রায় ‘ এসো হে বৈশাখ এস্াে এসো ’ গানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ কে বরণ করা হয়। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের তেৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক প্রমুখ।
এসময় জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন,সরকারী মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের প্রফেসর হাসানুজ্জামান মালেক, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এ্যাড, ইব্রাহীম শাহীন,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার,ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেল সুপার মনির হোসেন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম জাহিদ হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায়, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।