নানা আয়োজনে বোদায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


বোদা(পঞ্চগড়)প্রতিনিধি :বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে বোদায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। শোভাযাত্রায় শিশু ও কিশোর কিশোরীরা বৈশাখী সাজে সেজে অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোদ্ উপজেলা বটমুলে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র এ্যাড: ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি।